খলিলুর রহমান- প্রতিনিধি.
রংপুরের তারাগঞ্জে নারী ফুটবল ম্যাচ বন্ধের ঘটনাকে কেন্দ্র করে ১৪৪ জারি করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে ৩টায় উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের জয়পুরহাট নারী দল ও রাজশাহী নারী দলের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মাঠ ও খেলোয়ারদের প্রস্তুততিও ছিল সম্পন্ন। কিন্তু নারীদের ফুটবল খেলা বন্ধের ডাক দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জ উপজেলা সভাপতি আশরাফ আলী। এ নিয়ে দ্বি-পাক্ষিক উত্তেজনা সৃষ্টি হলে, খেলা বন্ধ করে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
জানা গেছে, নারিদের ফুটবল খেলা বন্ধের ঘোষণায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়ে মাইকিং করান ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জ উপজেলা সভাপতি আশরাফ আলী। ফলে ইসলামী আন্দোলনের নেতা-কর্মী ও মুসলিম তওহীদি জনতার সাথে খেলার আয়োজকদের মধ্যে দেখা দেয় উত্তেজনা। পরে স্থানীয় সূধীমহল সহ দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেন ইউএনও রুবেল রানা। কিন্তু দ্বি-পাক্ষিক মতানৈক্যের ফলে অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে ১৪৪ ধারা জারি করে খেলা বন্ধ ঘোষণা করা হয়।
খেলার আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিবছরের ন্যায় বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। কারও কোনো আপত্তি নেই। খেলার আয়োজনের প্রস্তুতি সম্পন্ন। আজ বিকেল ৩টায় জয়পুরহাট নারী ফুটবল দল ও রাজশাহী নারী ফুটবল দলের খেলা ছিল। খেলোয়াড়েরা চলে এসেছে। কিন্তু হঠাৎ ইসলামী আন্দোলনের নেতা আশরাফ আলী খেলা বন্ধ রাখার ঘোষণা দিয়ে মাইকিং করালে বিকেলে আলোচনায় বসা হয়। সেখানে তিনি বিক্ষোভের হুমকি দিলে প্রশাসন খেলা বন্ধ করে ১৪৪ ধারা জারি করে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জের নেতা, ইত্তেহাদুল উলামা সংগঠনের নেতাদের সাথে খেলার আয়োজক কমিটিকে নিয়ে বসা হয়েছিল। সেখানে জামায়াতি ইসলাম বাংলাদেশ এর নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও ছিলেন। খেলা চলা ও বন্ধ নিয়ে উভয় পক্ষের সমঝোতা না হওয়ায়, এলাকায় আইনশৃঙ্খলা অবনতি ঘটতে পারে। এই ভেবে জেলা প্রশাসক স্যারের সঙ্গে কথা বলে, আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে বিকেল সাড়ের ৩টার দিকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠ এখন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে, খেলা বন্ধ হওয়ায় খেলোয়াড়েরা চলে গেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আশরাফ আলী বলেন, আমাদের দাবি ছিল খেলা বন্ধ করা। খেলা বন্ধ করেছে প্রশাসন। আমরা আমাদের সকল কর্মসূচি প্রত্যাহার করেছি।
খেলার আয়োজক কমিটির একজন বলেন, এলাকার ফুটবল প্রেমীদের আনন্দ দিতে এ খেলার আয়োজন করা হয়েছে। কিন্তু ইসলামী আন্দোলনের নেতা আশরাফ আলী না বুঝে বিক্ষেভের হুমকী দেওয়ায় খেলা বন্ধ করা হয়।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।