৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী আচরণ বিধিমালা-২০২৫ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মোনাববর হোসেনের সভাপতিত্বে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রার্থীদের কর্মী সমর্থক অংশগ্রহণ করেন।
এ সময় নির্বাচনী প্রক্রিয়াকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচনী আচরণ বিধিমালা-২৫ এর বিভিন্ন ধারা সম্পর্কে সভায় অংশগ্রহণকারী ব্যক্তিবর্গকে অবহিত করা। বিধিমালার জটিল বিষয় গুলো প্রজেক্টরে প্রদর্শনের মাধ্যমে বিস্তারিত ও সহজ ভাবে বোঝানো হয়। সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রার্থীদের প্রতিনিধি, নির্বাচনী কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় সভায় অংশগ্রহণকারীদের মধ্যে বিধিমালার কপি বিতরণ করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মোনাববর হোসেন বলেন, “নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলা সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রার্থী ও কর্মী সমর্থকদের দায়িত্ব। তবে নির্বাচনী পরিবেশ রক্ষায় নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।