শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
রংপুর তারাগঞ্জের সয়ার ইউপি’র বৈদ্যনাথপুরে শুক্রবার
(১ মার্চ)-২৪ইং রাত ১১টায় একটি বাল্যবিবাহ অনুষ্ঠিত হওয়ার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা গেছে, উপজেলার সয়ার ইউনিয়নের বৈদ্যনাথপুর পোস্ট অফিস পাড়ায় বাল্য বিবাহটি সম্পন্ন হতে চলেছিল। গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্যানুযায়ী ১৫ বছর বয়সি নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীটির বাল্যবিবাহ্ বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
বাল্যবিবাহ্ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানা। এ ঘটনায় বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭’র আওতাধীন ধারায় অপরাধের দায়ে মেয়ের পিতাকে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা এবং বাল্যবিবাহ করতে আসার অপরাধে ছেলেকে ৫০০০/-(পাঁচ হাজার)টাকা করে মোট ১০০০০/-(দশ হাজার) টাকা জরিমানাসহ বিবাবহটি বন্ধ করে দেওয়া হয়।অভিযান পরিচালনাকালে সঙ্গীয় ফোর্স হিসেবে তারাগঞ্জ থানা পুলিশ, গ্রাম পুলিশ, জন-প্রতিনিধি উপস্থিতি ছিলেন।
মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না এবং পড়াশোনা চালিয়ে যাবেন মর্মে মেয়ের পিতামাতা অঙ্গীকারনামা প্রদান করেন।
বাল্য বিবাহ রোধে, সামাজিক শৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রীয় বিধান মান্য করার মাধ্যমে অপরাধ নিরোধে এমন অভিযান চলমান থাকবে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ জন-প্রতিনিধি ও সচেতন সুধীজনকে সামাজিক এ ব্যাধি ঠেকাতে তৎপর থাকার আহ্বান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।