৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
রংপুরের তারাগঞ্জে সাব-স্টেশন তারাগঞ্জ-১ এ বিস্ফোরণের ঘটনায় দিনব্যাপী বিদ্যুৎ সেবা ব্যাহত হয়। বুধবার (২৬ মার্চ) ২০২৫ইং বেলা আনুমানিক দুপুর ১২টায় বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, কারিগরি ত্রুটির কারনে বিস্ফোরণ থেকে উপজেলার সাব-স্টেশন তারাগঞ্জ-১ উপকেন্দ্রের ৩৩ কেভি সিটি ব্লাস্ট ও আগুন লাগার কারনে ৩৩ কেভি সিটি, ডিবি বক্স, ৩৩ কেভি সিআরপি প্যানেল ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঘটনায় তারাগঞ্জ উপজেলার সব এলাকা ও সৈয়দপুর উপজেলা শহর এলাকা ব্যতিত অন্যান্য ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে সন্ধ্যা ৬টার সময় থেকে রাত ১১টা পর্যন্ত আশিংক বিদ্যুৎ সেবা পায় তারাগঞ্জবাসী সহ নিকটবর্তী সৈয়দপুর উপজেলার অন্যান্য এলাকা।
এ বিষয় তারাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ এস, এম শরিফ আব্দুল্লাহ বলেন, আগুন লাগার খবর পেয়ে বেলা আনুমানিক ১২.২২ মিনিটে ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন নিভে গেছে। বিস্ফোরণের ঘটনায় আর কোন অগ্নি ঝুঁকি না থাকায় পল্লীবিদ্যুৎ এর জোনাল অফিসে দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে ফায়ার সার্ভিসের কর্মরত ইউনিট ঘটনাস্থল প্রস্থান করে। এঘটনায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।
সাব-স্টেশনে বিস্ফোরণের ঘটনায় তারাগঞ্জ জোনাল অফিসে কর্মরত ডিজিএম মোঃ মনোয়ার হোসেন সুমন বলেন, কারিগরি ত্রুটির কারনে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাব-স্টেশনে দিনব্যাপী মেরামত কার্যক্রম চলমান ছিল। আশাকরি আগামীকালকের মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হবে। তবে বিকল্প উপায়ে রাত ১১টা থেকে সাধ্যমত বিদ্যুৎ সরবরাহ চালু আছে। ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, সাব-স্টেশনে বিস্ফোরণ থেকে আগুন লাগায় প্রায় ৪০ লক্ষাধিক টাকার বৈদ্যুতিক ট্রান্সফরমার সহ অন্যান্য মেশিনারিজ ও মেটাল সামগ্রী নষ্ট হয়েছে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।