৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
রংপুরের তারাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর কর্তৃক অভিযান পরিচালনা করে ২ জন মাদক সেবীকে আটক করা হয়েছে। আটককৃতদের কারাগারে প্রেরণ করা হয়। তারা হলেন- মোঃ আরমান হোসেন মোনা(২৮) ও শ্রী নিমাই চন্দ্র রায়(২৫)। মঙ্গলবার (১৮ মার্চ)-২০২৫ইং বেলা দুপুর ১২.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর কর্তৃক অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্টরা জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়মিত শুদ্ধি অভিযানের একাংশে আনুমানিক বিকাল ৪.৩০ ঘটিকায় তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পুরাতন চৌপথি ডাংগাপাড়া নামক স্থানে নিজ বাড়িতে মাদক সেবনরত অবস্থায় মোঃ আরমান হোসেন মোনা(২৮), পিতা- মোঃ মোজাফর হোসেন এবং শ্রী নিমাই চন্দ্র রায়(২৫), পিতা- শ্রী রাজকান্ত রায়কে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল রানা। অভিযানে বিভিন্ন ধরনের মাদক (ট্যাপেন্ড ট্যাবলেট) ও মাদকসেবনের আনুষঙ্গিক জিনিসপত্র উদ্ধার করা হয়। আসামিদ্বয়কে রংপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ভাবে ঘটনার সত্যতা ও আসামিদ্বয় নিজে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধের মাত্রা বিবেচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় মোঃ আরমান হোসেন মোনাকে ০৮ (আট) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং শ্রী নিমাই চন্দ্রকে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল রানা।
এঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুবেল রানা বলেন, স্থানীয় সূত্রে জানা গেছে আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক সেবন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে। সামাজিক ও আইনশৃঙ্খলা রক্ষায় জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নিয়ন্ত্রণে আমরা সবার কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।