৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
রংপুরের তারাগঞ্জে চেকপোস্টের বসিয়ে সেনাবাহিনী ও তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (১৫ জুন) ২০২৫ইং সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী রংপুর দিনাজপুর মহাসড়কের উপজেলার বরাতি ব্রীজ এলাকায় গাড়ী গুলো থামায়ে অভিযান চলাকাল বাসে থাকা যাত্রীরা সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করে।
জানা গেছে, উত্তরের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী থেকে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে সরকারি ভাবে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে দোয়েল ক্লাসিক ও সেন্টমার্টিন পরিবহণ সহ অতিদ্রুত চালানোর অপরাধে মটরসাইকেল আরোহীকে ভিন্ন ভিন্ন অপরাধে মোট ১১০০০ টাকার মামলা দেয়া হয়। যৌথ বাহিনীর আজকের চেকপোস্টে মোট ২৭টি গণপরিবহন বাস, ১৫টি ট্রাক, ২০টি মাইক্রেবাস, ১২টি প্রাইভেট কার এবং ৩৭টি মটরসাইকেল চেক করা হয়।
এসময় শরিফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, এমন অভিযান আমাদের জন্য স্বস্তিদায়ক, এমন অভিযান অব্যাহত থাকলে পরিবহন সেবায় শৃঙ্খলা ফিরবে। গণ ভোগান্তি রোধে এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে অন্যান্য যাত্রীরাও।
আর অভিযান পরিচালনার বিষয়ে সেনা কর্মকর্তা জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশকে সাথে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় দোয়েল পরিবহনের দুটি গাড়ি সহ মোট তিনটি গাড়ির নিয়মিত মামলা দেয়া হয়।
ওয়ারেন্ট অফিসার মোঃ আবুল কালাম আজাদ বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।