৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
“শেখ রাসেল দীপ্তিময়- নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্য ঘিরে রংপুরের তারাগঞ্জে শেখ রাসেল দিবস-২০২৩ পালিত হয়েছে। ১৮ অক্টোবর তারাগঞ্জ উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
সকাল ১০টায় শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্প মালা অর্পন শেষে উপজেলা পরিষদ হলরুমে শেখ রাসেল দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি প্রদর্শন ও আলোচনা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন পর্যায় ভিত্তিক প্রতিযোগীতার বিজয়ী পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, আনিছুর রহমান লিটন(উপজেলা পরিষদ চেয়ারম্যান-তারাগঞ্জ)।
বক্তব্যে তিনি বলেন, শিশু শেখ রাসেল এর মতো বয়সী কারও নিজ সন্তনের এমন নৃশংস হত্যার অনুমান করলেই বুক কেঁপে উঠে। কিন্তু সেখানে বঙ্গবন্ধু সহ স্ব-পরিবারকে নির্মত হত্যা যজ্ঞের ঘটনা সত্যি আমাদের কাঁদায় ব্যথিত করে। শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে আগত নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন, ফরিদা সুলতানা-(সহকারি কমিশনার ভূমি), আব্দুল লতিফ মিয়া-পিপিএম (অফিসার ইনচার্জ) বায়াজিদ বোস্তামী, সাবিনা ইয়াসমিন(উপজেলা ভাইস্ চেয়ারম্যান) শেখ মাহাবুব মোর্শেদ(হাইওয়ে থানা অফিসার ইনচার্জ), আলতাফ হোসেন(প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা), কৃষি কর্মকর্তা উর্মি তাবাসসুম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, এ দেশের সূর্য সন্তান বীরমুক্তিযোদ্ধাগণ উপজেলাধীন ৫ ইউপি‘র জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং ইলেকট্রিক ও প্রিণ্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।