তাপস রায়- তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালন করা হয়েছে। আজ বুধবার (১ মে) ২০২৪ইং তারাগঞ্জ উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভা কার্যক্রমের একাংশ হিসেবে ইমারত শ্রমিক ইউনিয়নের একটি সভাপতি মোঃ নাজমুল হক ও সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র এর নেতৃত্বে বেলা ১০টায় একটি র্যালি তারাগঞ্জ বাজারস্থ সড়ক প্রদক্ষিন করে পুরাতন চৌপথি হয়ে নতুন চৌপথি দিয়ে বিদ্যালয় মাঠের সভামঞ্চে মিলিত হয়।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতা নাজমুল হকের শুভেচ্ছা বক্তব্য শেষে শ্রমিকদের ন্যায্য মজুরি ও শ্রমিক অধিকার এবং দিবসটির অতীত ইতিহাস তুলে ধরেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আতিয়ার রহমান সহ সাবেক উপজেলা পরিষদ ভাইস্ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। এছাড়াও অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন বঞ্চনা ও ন্যায্য অধিকার প্রাপ্যতা নিয়ে আলোচনা করেন।
দিবসটি উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তারাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার ও শ্রমিক সম্প্রীতি বজায় রেখে মালিক পক্ষকে আন্তরিক থেকে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার আহ্বান করেন। মালিক শ্রমিক ভ্রাত্বিত নিয়ে মিল কারখানাসহ যাবতীয় কার্যক্রমের মধ্যদিয়ে দেশকে এগিয়ে নিতে হবে বলে মতপ্রকাশ করেন।
এ সময় শ্রমিক সংগঠণের বিভিন্ন নেতৃবৃন্দ সদস্য, শুভাকাঙ্খি, মালিক পক্ষ, সুধীজনসহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।