");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container-qnzjxk .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container-qnzjxk .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container-qnzjxk .gt_switcher .gt_current{display:none}.gt_container-qnzjxk .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container-qnzjxk .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container-qnzjxk .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container-qnzjxk .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container-qnzjxk .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container-qnzjxk .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে এক অজ্ঞাত যুবকের(৩২) মরদেহ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ।
গত রবিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ত্রিশাল থানা পুলিশ ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত নামা মরদেহটি দেখতে পায়।
পরে মরদেহটি উদ্ধার করে ত্রিশাল থানা পুলিশের হেফাজতে নিয়ে আসেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ আলমগীর হোসেন।
জানা যায়- ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের ডাকবাগাদারিয়া নতুন বাজার সংলগ্ন এলাকায় একটি রাস্তার উপর পড়েছিল ওই অজ্ঞাত যুবকের মরদেহটি।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাইন উদ্দিন বলেন- আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। এটি হত্যা না কোনো দূর্ঘটনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা মরদেহটির পরিচয় সনাক্তে কাজ করছি।