Friday, April 26, 2024
Homeময়মনসিংহ বিভাগময়মনসিংহ জেলাত্রিশালে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

ত্রিশালে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

২৩শে নভেম্বর দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এ অভিযান পরিচালনা করেন।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় রিয়াদ ফুডস বেকারিকে ৩০ হাজার টাকা, টাঙ্গাইল মিষ্টি ঘরকে ১৫ হাজার টাকা এবং বিসমিল্লাহ বেকারীকে ১০ হাজার টাকা, মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে এই তিন প্রতিষ্ঠান কে।

এ অভিযানে ময়মনসিংহ র‍্যাব ১৪ এর অপস অফিসার সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেন।

ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের জানান- ভোক্তা অধিকার নিশ্চিত কল্পে এ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে ত্রিশাল বাজারের দুইটি বেকারি এবং একটি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করতে দেখা যায়। এসকল অনিয়মে মোট ৫৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments