মথি ত্রিপুরা- থানচি(বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানে থানচিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নানান কর্মসূচি মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়েছে।
মঙ্গলবার ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের স্মরণে উপজেলা প্রশাসন, থানা, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ও আওয়ামী লীগ-বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্প অর্পণ করেন। তারপর শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয়।
সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে কবিতা আবৃত্তি, নান্দনিক হাতের লেখা প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাঃ আবুল মনসুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার মিজান উদ্দিন প্রমুখ। এছাড়া সাংবাদিক, উপজেলা সরকারি বেসরকারি অধিদপ্তরে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহনের বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।