");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container--d1s0ot .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container--d1s0ot .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container--d1s0ot .gt_switcher .gt_current{display:none}.gt_container--d1s0ot .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container--d1s0ot .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container--d1s0ot .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container--d1s0ot .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container--d1s0ot .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container--d1s0ot .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউপির দলদলিয়া গ্রামে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা মোঃ সারেজুল ইসলামের ৭০ শতাংশ জমির ধান কেটে ফেলেন। ফুলবাড়ী উপজেলার দলদলিয়া গ্রামে সারেজুল ইসলামের গত ১৪/১১/২০২৪ খ্রি. তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, আবু ফাজেল(৫২), পিতা- মৃত. তোফাজ্জল, সাং- গৌরিপাড়া, ফুলবাড়ী, দিনাজপুর, আফলাতুজ্জামান মিটু(৪৫), আল আকসাফ লুডু(৩৮), উভয়ের পিতা- মৃত. আশরাফ উদ্দীন, মোঃ জাকিরুল(৪০), মোঃ জুয়েল হোসেন(২৮), উভয়ের পিতা- আব্দুস সালাম, মোঃ আব্দুল সালাম(৫০), পিতা- মৃত. ছামের আলী, মোঃ ফারুক(৩০), পিতা- মোশাররফ হোসেন ভুট্টু, সাং- কামালপুর, নজরুল ইসলাম(৪৫), পিতা- মৃত. আফাজ উদ্দীন, শরিফুল ইসলাম(৩৬), পিতা- মৃত. নাজির উদ্দীন, সাং- গঙ্গাপুর, লিয়াকত আলী(৪৭), পিতা- মৃত. খলিল উদ্দীন, সাং- গঙ্গাপুর, আজাহার হোসেন(৪০), পিতা- আবুল হোসেন, দলদলিয়া, মাদিলাহাট, ফুলবাড়ী, দিনাজপুর গংরা দলবদ্ধহয়ে লাঠিসোটা নিয়ে গত ১৩/১১/২০২৪ খ্রি. সকাল সাড়ে ৯টায় উপজেলার বেতদিঘী ইউপির দলদলিয়া গ্রামে সারেজুল
ইসলামের ক্রয়কৃত ৭০শতাংশ জমির ধান কেটে ফেলেন। এতে তার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়।
মোঃ সারেজুল ইসলাম জানান, জমি-জমার বিরোধকে কেন্দ্র করে উল্লেখ্য ব্যক্তিদের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত ফুলবাড়ী, দিনাজপুরে ১টি মামলা চলমান রয়েছে। যাহার সি আর মামলা নং- ২২১/২৩(ফুলবাড়ী এবং ৭ ধারায় একটি মামলা চলমান, যাহার মামলা নং- ৩৯/২৪(ফুলঃ), তারা আদালতকে তোয়াক্কা না করে জোরপূর্বক ঐ জমির ধান কেটে ফেলেন। এই ঘটনায় সারেজুল ইসলাম গত ১৪/১১/২০২৪ খ্রি. তারিখে ১১ জনকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিবুল জানান অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।