রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন
দৃষ্টিতে কাশফুল
লাতিফুল সাফি ডায়মন্ড
দৃষ্টিতে কাশফুল শরৎ এর প্রেম-
বিধবার রং যেন বিবর্ণ মলিন।
কাশ নেই আছে ফুল- রকমারি দর্শন-
শিমুলের বুনো গুণে ফাগুন রঙ্গিন।।
হাতে হাতে কত ফুল-
কাছে নেই শিমুল!
শাপলা যেমন থাকে পানিতে ব্যাকুল।
হাসনা হেনার সাথে-
গাঁদা সেরা পুষ্প!
রজনীতে প্রেম প্রেম গন্ধ গোকুল।।
জবা জুঁই কামিনী-
দেখি চামেলিও থামেনি!
সুগন্ধে বিমোহিত রিক্ত আকুল।
দৃষ্টিতে লোভ যতো-
ভোগে থাকা কাঙ্গাল!
রুজিতে রকমারি সুরভী বকুল।।
কাঁটাতে কী আসে যায়-
ভুলে যাও সংশ্বয়!
প্রেমিকার হাতে দাও রক্ত গোলাপ।
রুপে পূজা গুণে নয়-
কাগজেরও ফুল হয়!
অযোগ্য ডায়মন্ড করেছে প্রলাপ।।