প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৫:১০ পি.এম
দেবু পীরগঞ্জের কুমেদপুর ইউনিয়ন পরিষদের সভাপতি নির্বাচন
মোস্তফা মিয়া, পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুর পীরগঞ্জের ৪ নং কুমেদপুর ইউনিয়ন পরিষদের সদস্যদের ভোটে দেবব্রত অধিকারী ইউপি সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কার্যালয়ে মৎস্য কর্মকর্তা, কাওছার হোসেন এর পর্যবেক্ষনায় এ ভোট অনুষ্ঠিত হয়।
উল্লেখ যে, গত ১৫/৮/২৪ তারিখে উক্ত দূর্নীতিবাজ ইউপি চেয়ারম্যানের আমিনুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যহাসহ মোট ৩৭ অভিযোগ সহ সদস্য গন অনাস্থা এনে উপজেলা নির্বাহী অফসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার সিনিয়র মৎস্য কর্মকর্তাকে তদন্তের ভার অর্পন করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা অধিকাংশ অভিযোগের সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তদন্তের প্রতিবেদন দাখিল করেন।
উক্ত তদন্তের প্রতিবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকাক ( ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর (৫) (৩) ধারা অনুযায়ী দূর্নীতিবাজ আমিনুল ইসলাম চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে ইউপি সদস্য দেবব্রত অধিকারীকে সভাপতি নির্বাচিত করার জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত ভোটে ১২ জন ইউ পি সদস্য অংশগ্রহণ করেন। এরমধ্যে ১০ ইউপি সদস্যের ভোট পেয়ে দেবব্রত অধিকারী সভাপতি নির্বাচিত হন।
এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন যে- উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে পরবর্তীতে দেবব্রত অধিকারী কুমেদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে তিনি জানান।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Design & Development By 71sangbad24.com