বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়ার ধুনট উপজেলা শাখা আয়োজিত গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ( ৮ সেপ্টেম্বর) রবিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে।
উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ সাহেব (দাঃ বাঃ), উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া শাখার ইউনুস আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া শাখার সেক্রেটারি প্রভাষক মোঃ শফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারিপ্রভাষক মীর মোঃ মাহমুদুর রহমান (চুন্নু), শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ শাহজালাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর মুফতি শেখ মুহাম্মাদ নূরুন নাবী, জাতীয় আল্লামা মা আমোদ আইমবা পরিষদের ধুনট শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।