বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্ত আয়োজিত উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাঞ্চিত ৮৬টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বকনা গরু বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় প্রাণি সম্পদ অফিস চত্বরে। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নাবিল ফারাবীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, পৌর মেয়র এজিএম বাদশা, ভেটেরিনারি সার্জন ডাঃ মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আশাদুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ফেরদৌস আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি গোলাম সোবাহান, শফিকুল ইসলাম শফি, বর্তমান যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহঃ সভাপতি আলীম আলরাজী বুলেট, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপকার ভোগি খামারীগণসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভান্ডারবাড়ী ইউনিয়নের ১০ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।