বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিক্ষাক্রম-২০২২ বিস্তরণ শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ও ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় ও ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে দু‘টি ভেনু, ভেনুটি পরিচালনা করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম। এসময় উপস্থিত ছিলেন ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তফিজ উদ্দিন, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, সহকারী শিক্ষক আল আমিন সমূখ।
জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ শিক্ষক প্রশিক্ষণটি গত ০৬/০১/২০২৩ইং তারিখ থেকে শুরু হয়ে ৭,১৩,১৪ ও ১৫ তারিখে শেষ হয়। ৩০ জন প্রশিক্ষক এই প্রশিক্ষণ প্রদান করেন। শেরপুর ও ধুনট উপজেলার বিভিন্ন হাইস্কুল মাদ্রাসার ৫৪৩ জন শিক্ষকগণ প্রশিক্ষণ গ্রহণ করেন। দশটি বিষয়ের উপর প্রশিক্ষণ সকাল ৯টা হতে বিকেল ৪.৩০ ঘটিকা পর্যন্ত হয়েছে। প্রশিক্ষণটি ব্যবস্থাপনা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়।