বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষীকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ ঘটিকায় সময় উপজেলা পরিষদ চত্বরে।
উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নূরুল আমিন, ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা, তদন্ত রাজ্জাকুল ইসলাম, পৌর মেয়র এজিএম বাদশা, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য প্রকৌশলী আসিফ ইকবাল সনি, গোশাইবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, মহিলা ভাইস্ চেয়ারম্যান পপি রানী সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি গোলাম সোবাহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক আফছার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফেরদৌস আলম, উপজেলার দপ্তরের অফিসারগণ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা রিমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তাঁর মুরালে পুস্পস্তবক অর্পণ শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।