বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ধুনট সরকারি ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে।
উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন- মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সানি।
ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, তদন্ত মনিরুল ইসলাম, ভাইস্ চেয়ারম্যান মহসীন আলম, মহিলা ভাইস্ চেয়ারম্যান পপি রানী সাহা, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ফেরদৌস আলম, আওয়ামী লীগ নেতা গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম শফি, রেজাউল করিম দুলাল, আয়ুব আলী, সেলিম শফিকুল ইসলাম চাঁন, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মতিউর রহমান, সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মাঝে ট্যাব ও বাইসাইকেল বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, গণকবর জিয়ারত, কুচকাওয়াজ, মসজিদ/মন্দিরে বিশেষ দোয়া প্রার্থনা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।