রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির, বগুড়া জেলা প্রতিনিধি.
বাংলাদেশ উলামা পরিষদ ধুনট উপজেলা শাখা আয়োজিত উপজেলা উলামা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (৩০ নভেম্বর) শনিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র হল রুমে।
উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ নজরুল ইসলাম কেন্দ্রীয় উপদেষ্টা, উলামা পরিষদ ও টিম সদস্য, বগুড়া অঞ্চল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা উলামা পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল বাছেত, শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শেরপুর উপজেলা উলামা পরিষদের উপদেষ্টা আলহাজ্ব দবিবুর রহমান, ধুনট উপজেলা উলামা পরিষদের উপদেষ্টা সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী উপদেষ্টা প্রভাষক মোঃ আব্দুল করিম।
উপজেলা মডেল মসজিদের ইমাম মাহবুবুর রহমান, ডা. ইব্রাহিম খলিলুল্লাহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা উলামা পরিষদের সেক্রেটারী মাওলানা শফিকুল ইসলাম, উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌর উলামা পরিষদের সভাপতি মাওলানা শহিদুল হক, গোসাই বাড়ী ইউনিয়ন জামায়াতী ইসলামের আমির আলী আকবর, মথুরাপুর ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি নুহুজ্জজামান, মুফতী আব্দুর সবুরসহ উলামা মাশায়েখ বৃন্দ উপস্থিত ছিলেন।