Saturday, April 20, 2024
Homeসাহিত্য কথানওগাঁয় আমার গ্রাম

নওগাঁয় আমার গ্রাম

নওগাঁয় আমার গ্রাম

মোঃ জাহাঙ্গীর আলম

 

ঐ দেখা যায় গ্রাম আমার
ছোট যমুনা নদী-
মেঠো-পথে জড়িয়ে আছে
আমার শত স্মৃতি ।।

বৃক্ষ ঘেরা সবুজ শ্যামল-
দূর ফসলের মাঠ,
আষাঢ় মাসে ভরে উঠে-
বিল নদী আর ঘাট ।।

নয়া গাঙ্গে বন্ধু স্বজন-
দিতাম হৃদে ঝাঁপ,
বকা দিত দাদা আমায়-
সবাই পেত মাফ ।।

পুতুল খেলার সেই বয়সে-
হতো মারামারি,
দাদা এসে আদর করে-
নিয়ে যেত বাড়ী ।।

বট বৃ্ক্ষের শীতল হাওয়ায়-
বসত পালা গান,
তাই শুনিয়ে এই গ্রামের-
বেড়ে যেত মান ।।

বৈশাখেতে বসত মেলা-
স্কুলের ঐ মাঠে,
দাদা আমায় কোলে করে-
নিয়ে যেত সাথে ।।

বারো বছর কেটে গেল-
দুই নয়নের জলে,
দাদা আমার গেছে চলে-
এই দুনিয়া ছেড়ে ।।

নদী যেমন তেমনি আছে-
ঐ-যে খেলার মাঠ,
ঐ ঘরেতে আছে পড়ে-
দাদার শূন্য খাট ।।

নদীর তীরে দাদার কবর-
বট বৃক্ষের তলে,
আঁখি জলে ডাকি প্রভু-
রেখো ভালো গোরে ।।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments