শেরপুর: শেরপুরের নকলায় শফিকুল ইসলাম শফিক (৫৫) নামে পল্লী এক চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১১ আগস্ট) দিনগত রাতে উপজেলার টালকী ইউনিয়নের সাইলামপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শফিক একই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পল্লী চিকিৎসক শফিকের দিহান স্টোর অ্যান্ড মেডিসিন পয়েন্ট নামে একটি দোকান ছিল। দীর্ঘদিন ধরে সেই দোকানে রাত্রী যাপন করতেন তিনি। প্রতিদিনের মতো রাতের খাবার খাওয়া শেষে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তার দোকানে চলে আসেন শফিক। পরে রাত ১১টার দিকে দোকান বন্ধ করে শুয়ে পড়েন। রোববার সকাল ৮টার দিকে শফিকের পুত্রবধূ কিছু জিনিসপত্র আনার জন্য বাড়ি থেকে দোকানে গিয়ে সাটার বন্ধ দেখেন। এ সময় বেশ কিছু সময় ধরে তাকে ডাকলেও কোনো সাড়া না পাওয়ায় দোকানের পেছনে গিয়ে দেখেন দরজা খোলা। পরে দোকানের ভেতরে প্রবেশ করে সব মালামাল এলোমেলো আর মেঝেতে রক্তাক্ত অবস্থায় শ্বশুরকে (শফিক) পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা সেখানে জড়ো হন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় দোকানে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে লুটপাট করে সব নিয়ে যায়। দেশের চলমান পরিস্থিতির কারণে পুলিশ ঘটনাস্থলে যায়নি। টালকী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাফ্ফর মহিউদ্দিন বুলবুল ও নিহতের পরিবারের সহযোগিতায় শফিকের মরদেহ থানায় আনা হলে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, নিহত শফিকের ভাই টালকী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও অপর ভাই ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ, উপজেলা বিএনপির আহ্বায়ক খোরশেদুর রহমান ও ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর মহিউদ্দিন বুলবুল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এই হত্যা যেই করে থাকুক তার দৃষ্টান্ত শাস্তি দাবি করেন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।