বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০২:২১ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর। নড়াইল জেলার সার্কিট হাউজে নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানকে নড়াইল জেলায় যোগদান উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন অত্র জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।
নতুন জেলা প্রশাসক ইতোঃপূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২৫ তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। অতঃপর জেলা প্রশাসক জেলার নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নড়াইল জেলার উন্নয়ন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ও পুলিশ সুপার একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত- শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)- তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্)- লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট- জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)- এমএম. আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)- মোঃ জিসান আলী, সহকারী কমিশনার- মীর শরিফুল হক, ডিআইও-১- মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, সদর থানা, নড়াইল উপস্থিত ছিলেন।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com