উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের ভৈরব নদীতে ডুবে আইয়ান ফকির(৩) ও আড়াই বছরের তাহসীন ফকির নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ৬ই এপ্রিল সন্ধ্যায় সদর থানাধীন আফরা গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদীর কাঠের ব্রিজের পাশ থেকে শিশুদের মরদেহ উদ্ধার করা হয়।
নড়াইল জেলা প্রতিনিধি জানান- নড়াইল সদর থানাধীন শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামের সুলতান ফকিরের ছেলে তাহসীন ফকির ও দবির ফকিরের ছেলে আইয়ান ফকির। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে দুই ভাই বাড়ির পাশের নদের পাড়ে খেলা করছিল। ইফতারের আগে তাদের মায়েরা শিশু দুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন।
পরিবার ও প্রতিবেশীরা তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে ইফতারের আগে ভৈরব নদের কাঠের ব্রিজ এলাকায় ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে দ্রুত তাদেরকে যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃতঃ ঘোষণা করেন।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন- একই পরিবারের দুই শিশুর এমন মৃত্যুর ঘটনা দুঃখজনক।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। শিশুদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তদন্ত করে দেখা হবে এটি দূর্ঘটনা নাকি অন্য কোনো বিষয় জড়িত আছে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।