রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন
উজ্জ্বল রায়- নড়ােইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় সুরাইয়া আক্তার আশা(১৮) নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।
সোমবার (২৭ নভেম্বর) উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। সুরাইয়া আক্তার আশা ওই গ্রামের ফিরোজ খানের মেয়ে এবং লক্ষ্মীপাশা মহিলা ডিগ্রি কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে একটি বিষয়ে (ইতিহাস) অকৃতকার্য হন আশা। এ নিয়ে স্বজনদের সান্ত্বনা সত্ত্বেও নিজের ফলাফলের ওপর অভিমান করে রাতের খাবার না খেয়েই শুয়ে পড়ে।
পরে সোমবার সকালে স্বজনরা ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সে অভিমানে আত্মহত্যা করেছন নাকি অন্য কোনো বিষয় আছে তা আমরা তদন্ত করে দেখছি।