");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container-sy6fin .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container-sy6fin .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container-sy6fin .gt_switcher .gt_current{display:none}.gt_container-sy6fin .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container-sy6fin .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container-sy6fin .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container-sy6fin .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container-sy6fin .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container-sy6fin .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধি.
নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার। মোঃ শরিফুল ইসলাম কটা(৩৫) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ শরিফুল ইসলাম কটা(৩৫) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন গোপিনাথপুর বেপারীপাড়া গ্রামের বাবর উদ্দিন মোল্ল্যা বাবু মোল্ল্যার ছেলে।
গতকাল নড়াইল জেলার লোহাগড়া থানার পৌরসভাধীন গোপিনাথপুর বেপারীপাড়া ঋষিপাড়া নদীর ঘাটের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ.এম হাসিবুর রহমান, এসআই (নিঃ) মোঃ ইমরান হোসেন সোহাগ, এএসআই (নিঃ) মোঃ মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শরিফুল ইসলাম কটা(৩৫)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে একশত গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।