শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে তথ্য অফিসের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথপরিক্রমায়ই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ঘোষনা দিয়েছেন।
নড়াইল জেলা প্রতিনিধি জানান- ২রা মার্চ সকাল এগারোটায় সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে জেলা তথ্য অফিস, নড়াইল কর্তৃক আয়োজিত “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ৷
তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ইং সালের ১৪ই জুন চট্রগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার বেতবুনিয়া ইউনিয়নে ১২৮ একর জায়গার উপর দেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। তিনি তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক জাতি প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ঘোষণা দিয়েছেন।
স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট ইকোনমি এই চারটি স্তম্ভের উপর ভিত্তি করে গড়ে উঠবে আগামীর স্মার্ট বাংলাদেশ। সরকারি বেসরকারি সকল পরিসেবা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা সব কিছু হবে প্রযুক্তি নির্ভর। তাই সকলকে স্মার্ট সিটিজেন হতে হবে, দক্ষতা বৃদ্ধি করতে। এ লক্ষ্যে সরকার কাজ করছে এবং বিশদ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাদিয়া ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সদর, নড়াইল। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন৷
অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা, জেলা সরকারী গ্রন্থাগারিক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক, বিএডিসির প্রকৌশলী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, জেলা ক্রীড়া অফিসার, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার দেড়শতাধিক জনগণ৷
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com