রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে সড়ক দুর্ঘটনায় সুমন শেখ(৩৭) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৯ জুন) সকালে নড়াইল-যশোর-মহাসড়কের সদর উপজেলার দূর্বাজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোঃ মনির হোসেন। নিহত, সুমন শেখ যশোর বাঘারপাড়া ইন্দ্রা গ্রামের মোঃ রাশেদ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সুমন শেখ ভ্যান চালিয়ে নড়াইল থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল যশোর মহাসড়কের দূর্বাজুড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনা স্থলে নিহত হন, সুমন শেখ। পরে স্থানীয লোকজন দেখতে পেয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থালে এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে, তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো:মনির হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।