শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ধুনটে প্রাথমিক বিদ্যালয় গুলোতে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ ফুলবাড়ীতে সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে রশিদপুর গ্রামবাসীর মানববন্ধন নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত-১ চলমান মামলা সত্বেও মাছ লুট- সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ নড়াইলে ডিবির অভিযান গাঁজাসহ গ্রেপ্তার-১ ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ রংপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও হুমকিদাতাদের গ্রেপ্তার দাবি পীরগাছায় প্রভাব বিস্তার করে মসজিদে তালা বিআরটিএ বাড়তি টাকা আদায়ের সত্যতা পেয়েছে দুদক রাণীশংকৈল সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ কেরানী থেকে রাতারাতি প্রধান শিক্ষক, অবশেষে সাময়িক বরখাস্থ রংপুরে হামলার শিকার ব্যবসায়ীর সংবাদ সম্মেলন জলঢাকায় হাট ইজারা থেকে রাজস্ব আয় দুই কোটি ৫০ লাখের বেশি আদালতের আদেশ অমান্য করে ভুট্টা ছিড়ে নিয়ে যাওয়ার অভিযোগ নড়াইলে সেনা-পুলিশের অভিযানে অস্ত্র সহ আটক ৩ ফুলবাড়ীতে জমিজমার বিরোধে কলাবাগান কাটলেন প্রতিপক্ষরা দ্রুত নির্বাচন না দিলে ফ্যাসিস্ট মাথা চাড়া দিবে নীলফামারীতে তারেক রহমানের খালাতো ভাইয়ের মুক্তির দাবি প্রকাশে ঘুরছে বিস্ফোরক মামলার আসামী কুমিল্লায় র‌্যাবের হাতে দুই মাদক ব্যবসায়ী আটক

নড়াইলে সেনা-পুলিশের অভিযানে অস্ত্র সহ আটক ৩

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়ায় সেনা-পুলিশের সফল অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্র তিনজন গ্রেপ্তার। নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে চালানো এ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে একজন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যান, তাকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গোয়েন্দা সূত্রে জানা যায়, সম্প্রতি কলাবাড়িয়া এলাকায় কয়েকটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অবৈধ অস্ত্রের মজুদ ঠেকাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। শনিবার রাত আড়াইটায় শুরু হয়ে সকাল সাড়ে সাতটা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টার অভিযানে অংশ নেয় কালিয়া সেনা ক্যাম্প, নড়াইল সদর সেনা ক্যাম্পের একটি ইউনিট ও জেলা পুলিশের একটি দল। অভিযান চলাকালে এলাকার কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হয়।

অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, ১০টি রামদা, দুটি সেনিদা, তিনটি চায়নিজ কুড়াল, সাতটি চা পাতি (দেশীয় ধারালো অস্ত্র), পাঁচটি টেটা এবং একটি বল্লম উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—জাহিদুল (৫০), পিতাঃ জলিল শেখ; জুলফিকার (৪৫), পিতাঃ হাবিবুর রহমান এবং শাহাবুদ্দিন (৪০), পিতাঃ মকবেল শেখ। এছাড়া অভিযানের সময় পালিয়ে যাওয়া মাহবুব নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আটকদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। মাহবুবকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অভিযান-পরবর্তী সময়ে সেনা-পুলিশের টহল বাড়ানো হয়েছে। স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরেই কিছু ব্যক্তি অস্ত্রের মহড়া দিচ্ছিলেন ও সশস্ত্র অবস্থায় চলাফেরা করছিলেন। অভিযান শেষে এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে বলে জানান তাঁরা।

এ বিষয়ে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘাত প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হবে। সমাজে অস্থিরতা সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com