প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ৪:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৩, ১০:৫৬ এ.এম
নড়াইলে স্কুলের পথে বেড়িয়ে দুই ছাত্রী নিখোঁজ- থানায় জিডি
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে স্কুলের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ দুই ছাত্রী, সন্ধান না মেলায় পারিবারিক ভাবে থানায় জিডি। নড়াইলের নাড়াগাতী থানার কামশিয়া এলাকার মুসলিমা খানম(১৫) ও তিজা খানম(১৬) স্কুলের কথা বলে বাড়ি থেকে বের হয়।
নড়াইল জেলা প্রতিনিধি জানান- বাড়িতে না ফেরায় দুই দিন পর তাদের পরিবার নাড়াগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর ৪০ দিন পার হলেও এখনো তাদের খোঁজ পায়নি পুলিশ। জিডিতে দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মুসলিমা ও তিজা স্থানীয় বা ঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী।
স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়েছিল তারা, আর ফেরেনি। পরিবারের সন্দেহ, স্থানীয় কোনো পাচারকারী চক্র তাদের পার্শ্ববর্তী দেশে পাচার করে দিয়েছে।
গত ১৬ই ফেব্রুয়ারির ঘটনা। মেয়ে নিখোঁজ হওয়া নিয়ে মুসলিমার বাবা মস্তাফিজুর রহমান বলেন, তাঁদের পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়েছে। কোথাও তার সন্ধান পাননি। তাঁর মেয়ে কোনো পাচারকারী চক্রের হাতেও পড়তে পারে। মুসলিমার সঙ্গে তিজার খুবই ঘনিষ্ঠতা ছিল। মেয়েকে উদ্ধারে পুলিশের সহযোগিতা চান তিনি।
দুই ছাত্রীর নিখোঁজ প্রসঙ্গে নাড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বলেন- থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগও তাদের খোঁজ পেতে কাজ করছে। নিখোঁজ তিজার একটি ডায়েরি উদ্ধার হয়েছে। সেখানে মা ও পরিবার নিয়ে কিছু কথা আছে। পুলিশ সব বিষয় মাথায় রেখে তদন্ত করছে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Design & Development By 71sangbad24.com