রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার। রবিবার (৩০ জুন) সকালে মাদক মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানাপ্রাপ্ত আসামি সজিব খান ওরফে ফিরোজ খানকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি সজিব খান ওরফে ফিরোজ খান নড়াইল জেলার সদর থানার কমলাপুর দক্ষিণপাড়া গ্রামের শাহজাহান খান ওরফে গোলজার খান এর ছেলে।
রবিবার (৩০ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।