রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল ২৯ বছরের পরে যুবলীগের সভাপতি মাসুম সম্পাদক খোকন সাহা। অবশেষে দীর্ঘ ২৯ বছর পরে নড়াইল জেলা যুবলীগের কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি পদে সভাপতি গাউসুল আযম মাসুম সাধারন সম্পাদক পদে খোকন সাহা নির্বাচিত হয়েছেন মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় শহরের জোড়া পাম্পের পালকি কমিউনিটি সেন্টারে যুবলীগের কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সভাপতি-সম্পাদক নির্বাচিত করেন কাউন্সিলররা। এর আগে বেলা ১২ টায় পায়রা ও বেলুন উড়িয়ে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্ধোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ করা হয়।
পরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা মঞ্চে জাতীয় সঙ্গীত ও দেশাত্ববোধক নাচ পরিবেশন করেন। নড়াইলের ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাসিম এমপি। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, যুবলীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি। জেলা যুবলীগের আহবায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মোর্তজা, ফরিদপুর-০৪ আসনের এমপি নিক্সন চৌধুরী, নড়াইল-০১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত পাল সহ যুবলীগের জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। দীর্ঘ ২৮ বছর পর জেলা যুবলীগের সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের প্রানচাঞ্চল্য ছিলো অন্যরকম।
সম্মেলনের ২য় অধিবেশনে কাউন্সিলরদের প্রস্তাবনা ও সমর্থনের মাধ্যমে সভাপতি সম্পাদক নির্বাচিত হয়। এরা পরবর্তীতে যাচাই বাছাই করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ জেলা কমিটি গঠন করবে। এর মধ্যদিয়ে নড়াইল যুবলীগের ২৮ বছরের কমিটি খরা কাটলো।