রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
জাফর ইকবাল- হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
১৭ বছরে পর্দাপন করলো দেশের বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন। এ উপলক্ষে সারাদেশের ন্যায় সোমবার ৬ই জুন নবীগঞ্জেও জাকজমকপুর্ণ ভাবে পালিত হয়েছে ১৭তম প্রতিষ্টা বার্ষিকী। প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটার মধ্যদিয়ে অনুষ্টানের সুচনা হয়।
পরে নবীগঞ্জ প্রতিনিধি এটিএম সালাম এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম।
বিশেষ অতিথি ছিলেন- নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলা উদ্দিন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুহিবুর রহমান তছনু, সাবেক সভাপতি এরমএ আহমদ আজাদ, সাবেক সভাপতি সরওয়ার শিকদার, সাবেক সাধারন সম্পাদক সেলিম তালুকদার, আলমগীর মিয়া, সাংবাদিক এম মুজিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামীম, শওকত আলী,ফোয়াদ হাসান রাজন, জাফর ইকবাল, উপজেলা ছাত্র সমাজের সাধারন সম্পাদক নিয়ামুল করিম অপু এবং প্রখ্যাত বাউল শিল্পী প্রানকৃষ্ণ দাশ প্রমূখ। পরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।