রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারী, মাদক'সহ জাল নোটের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গতকাল মঙ্গলবার ১৪ই জুন ২০২২ইং তারিখ দিবাগত-রাত ১১টা ৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া থানাধীন বড়চৌগ্রাম বাজার এলাকায় কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক, মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
ওই সময় র্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে নাটোর জেলার সিংড়া থানার মামলা নং-৯, তারিখ- ১২/০৬/২০২২, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫-অ এর পলাতক আসামী- মোঃ আতিকুল (২২), পিতা- মোঃ হেলাল সরদার, সাং- আমিরপুর পশ্চিমপাড়া, থানা- রাণীনগর, জেলা- নওগাঁকে গ্রেফতার করতে সক্ষম হন।
অভিযান চলাকালীন সময় তার নিকট হতে যথাক্রমে, (ক) ল্যাপটপ- ১টি, (খ) ল্যাপটপ ব্যাগ- ১টি, (গ) হার্ডডিক্স- ১টি, (ঘ) ল্যাপটপ চার্জার- ১টি, (ঙ) কি-বোর্ড- ১টি, (চ) প্রেনড্রাইভ- ১টি, (ছ) কার্ড রিডার- ১টি, (জ) মোবাইল ফোন- ১টি, (গ) সীমকার্ড- ২টি উদ্ধারমূলে জব্দ করা হয়।
ঘটনার বিবরণে প্রকাশ : গত ১২ জুন ২০২২ তারিখ সিপিসি-২, নাটোর কর্তৃক নাটোর জেলার সিংড়া থানাধীন ছাতারবাড়িয়া বাজার সংলগ্ন ব্রিজের উপর কতিপয় ব্যক্তি বাংলাদেশী তৈরি কথিত জাল টাকা নিয়ে অবস্থান করছে মর্মে নির্ভর যোগ্য সুত্রে তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আমিনুল হক @ মিঠু (২৬) কে জাল টাকাসহ গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আতিকুল ইসলাম (২২) উক্ত সময়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ই জুন ২০২২ইং তারিখ দিবাগত-রাত ২৩ঃ৩০ ঘটিকায় নাটোর জেলার সিংড়া থানাধীন বড়চৌগ্রাম বাজার হতে পলাতক আসামী- আতিকুল ইসলাম (২২)'কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় আসামীকে গ্রেফতার পূর্বক নাটোর জেলার সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে ল্যাপটপ ও বিভিন্ন সামগ্রী উদ্ধার তথা ১ জন পলাতক মামলার আসামীকে গ্রেফতারের বিষয়টি আজ বুধবার ১৫ই জুন ২০২২ইং র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয়- দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান রেখেছেন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।