রবিবার, ১১ মে ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধি.
“চল যাই ঘুরে আসি, সৃষ্টির রহস্য দেখে আসি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) “রংপুর এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ” পরিবার আনন্দ ভ্রমণে যান দিনাজপুর স্বপ্নপুরী। আনন্দ ভ্রমণে অত্র প্রতিষ্ঠানে কর্মরত মালিক শ্রমিক একসাথে পারিবারিক বন্ধনের সম্প্রীতি নিয়ে আনন্দ ভ্রমণে অংশ নেন।
আনন্দ ভ্রমণ উপলক্ষ্যে শুক্রবার সকালে রংপুর এগ্রো ফুড ইন্ডাস্ট্রিতে কর্মরত সকল স্টাফ প্রতিষ্ঠানটির হেড অফিস রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানাধীন হরিকল্যাণী তালতলায় উপস্থিত হয়। একটি চেয়ার কোস ও তিনটি হাইয়েস মাইক্রো যোগে সকাল ৮:৩০টায় দিনাজপুর স্বপ্নপুরী পিকনিক স্পটের উদ্দেশ্যে রওয়ানা হয়। সকাল অনুমান ৯:৩০ টায় মিঠাপুকুর উপজেলার শালবনে যাত্রা বিরতি এবং সকালের নাস্তা শেষে দ্বিতীয় যাত্রায় কাঙ্খিত স্থান স্বপ্নপুরী পৌছায়। পিকনিক স্পটে পৌঁছে প্রতিষ্ঠানের লোগো খচিত টি-শার্ট বিতরণ করা হয়।
স্পটে ঘোরাঘুরি, রান্নাবান্না ও জুম্মার নামাজ শেষে সবাইকে একসাথে করে পাশে বসিয়ে খাওয়ান প্রতিষ্ঠানটির পরিচালক, বায়েজিদ হোসেন সেলিম, আরমান খান ও মিজানুর রহমান। সে সময় তারা স্ব-পরিবারে সেখানে উপস্থিত ছিলেন। খাবার শেষে, র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
র্যাফেল ড্রর প্রথম পুরুষ্কার ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন জিতেন প্রতিষ্ঠানের মো: আনোয়ার হোসেন, দ্বিতীয় পুরষ্কার জিতেন মো. লালচান, ৩য় পুরুষ্কার জিতেন শিশু মো. আমির খান(৫)। র্যাফেল ড্রতে সর্বমোট ১০টি পুরষ্কার ছিল। এছাড়াও উপস্থিত সকলের জন্য শান্তনা পুরুষ্কার হিসেবে ছিল প্রতিষ্ঠানের লোগো খচিত মগ।
পুরষ্কার বিতরণকালে প্রতিষ্ঠানটির পরিচালকের পক্ষে বায়েজিদ হোসেন সেলিম বলেন, “রংপুর এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ” এর জন্মলগ্ন থেকে এখানে কর্মরত সবাই আমরা একটি পরিবার হিসেবে কাজ করছি। আমাদের মাঝে কখনো মালিক শ্রমিকের সম্পর্ক ছিলনা, আগামীতেও হবেনা ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, মালিক এবং শ্রমিকের সৌহার্দপূর্ণ সম্পর্কই কেবল একটি প্রতিষ্টানকে সাফল্যের উচ্চতায় পৌঁছাতে পারে। আমরা সকলে মিলে রংপুর এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ আরও এগিয়ে নিয়ে যাবো। প্রথম বার্ষিক আনন্দ ভ্রমণের এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
শ্রমিকদের পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজার সুজন বলেন, রংপুর এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ একটি পরিবার। আজকে আমাদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।