Saturday, April 20, 2024
Homeরংপুর বিভাগনীলফামারী জেলানীলফামারীতে অবৈধ ইটভাটায় অভিযান

নীলফামারীতে অবৈধ ইটভাটায় অভিযান

আব্দুল মমিন- সদর(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে জলঢাকার সোহেল এন্টারপ্রাইজের অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ পরিচালনা করা হয়।

বুধবার ২৯শে মার্চ পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন, নীলফামারী এর যৌথ উদ্যোগে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খালিশা খুটামারা নামক এলাকায় অবস্থিত মেসার্স সোহেল এন্টারপ্রাইজ (এস বি এল ব্রিকস) নামক অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ১টি ইটভাটার মালিককে অনুমোদনবিহীনভাবে কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার দায়ে মোট ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং অনুমোদন ব্যতিত ইটভাটায় মাটি সংগ্রহপূর্বক ইটভাটা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়।

নীলফামারী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

নীলফামারী পুলিশ বিভাগ ও ফায়ার সার্ভিসের এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ বলেন- পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments