নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী পৌরসভার নীল প্রতিভা পাড়ায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মতলুবা রহমান নামের এক মহিলার বিরুদ্ধে একটি জমিতে ইমারত নির্মাণ কাজ শুরুর অভিযোগ উঠেছে। জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান থাকা সত্বেও আদেশ অমাণ্য করে নির্মাণ করা হচ্ছে ইমারত।
এ বিষয়ে ভুক্তভোগী মোছা. দিলারা পারভীন অভিযোগ করে জানান, ওই জমি নিয়ে আদালতে ৭৯/১৬ নম্বর একটি দেওয়ানি মামলা বিচারাধীন। তার ভাষ্য অনুযায়ী, জমিটি নিয়ে বিরোধ থাকায় ২০২১ সালের জানুয়ারিতে মতলুবা রহমান ভবন নির্মাণের জন্য একটি প্লান অনুমোদন নিলেও, আদালতে মামলা চলমান থাকার তথ্য গোপন করায় পৌর কর্তৃপক্ষ পরবর্তীতে সেটি বাতিল করে।
তিনি বলেন, এরপরও ২৬ জুন সকাল থেকে মতলুবা রহমান নির্মাণশ্রমিক দিয়ে কাজ শুরু করে ইমারত নির্মাণ করছে। নির্মাণ কাজের ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে অভিযুক্ত মতলুবা রহমান বলেন, আমি কোনো ইমারত নির্মাণের প্লানই দেই নি পৌরসভায়। তাহলে বাতিল করার প্রশ্ন আসবে কেমন করে। আমার জমিতে আমি ইমারত নির্মান করছি।
জানতে চাইলে পৌরসভার প্রশাসক মোঃ সাইদুল ইসলাম বলেন, প্লান বাতিল করার পরও ইমারত নির্মাণের সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।