শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে এ.আর ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন সাবেক মন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।
অনুষ্ঠানে এ.আর ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ (রউফুল) এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নূরুল করিম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌরসভা কাউন্সিলর তন্বী তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানুষ তৈরির কারখানা। শিক্ষা অর্জন করবা জ্ঞানের জন্য, নম্বর বা প্রথম স্থানের জন্য নয়। শুধুমাত্র ক্লাসের বই পড়ে জীবনের পরীক্ষায় পাস করা যাবে না। কিন্তু পরিক্ষায় জিপিএ-৫ পাওয়ার জন্য জন্য এখন সন্তানের উপর নির্যাতন করে অভিভাবকরা। আমি এর নাম দিয়েছি জিপিএ-৫ নির্যাতন।
তিনি আরও বলেন, বাংলাদেশে এখন দুইটি সমস্যা। একটি দেশে পরীক্ষার্থীর সংখ্যা বেশি এবং শিক্ষার্থীর সংখ্যা কম। পাঠ্যপুস্তকের বাইরে বই পড়তে হবে। এখনকার শিক্ষার্থীরা লাইব্রেরীতে যায় না। লাইব্রেরী হচ্ছে জ্ঞানের ভান্ডার, জ্ঞানের সমুদ্র। জ্ঞানের সমুদ্রে তোমাদের ডুব দিতে হবে। আপনারা সন্তানদের যত শাষন করবেন ততই তারা ফেসবুক টিকটকে দিকে আসক্ত হবে। তাদের একটু স্বাধীনতা দিন, তাদের খেলতে দিন, তারা যেটা করতে চায় সেটি করতে দিন। দেখবেন তারা ভালো করবে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।