নাসির উদ্দিন- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত, গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে নীলফামারীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) ২০২৫ইং বেলা ১২টায় জেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে বক্তৃতা দেন জ্যেষ্ঠ সহ- সভাপতি আতিকুর রহমান নিশান, সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মোজাম, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেছুর রহমান কাজল, সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ, নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক রাজু পারভেজ ও সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি প্রমূখ।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, আজকের এই প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি।
শিক্ষা, প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের ক্ষেত্র নয়। গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষার পরিবেশ ধ্বংস করার যে চক্রান্ত চলছে, ছাত্রদল তার দৃঢ় প্রতিবাদ জানায়। আমরা চাই শান্তিপূর্ণ, নিরাপদ এবং জ্ঞানচর্চার উপযোগী পরিবেশ। শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা নয়, হোক মূল্যবোধ ও মেধার চর্চা।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।