শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে ২০২২-২৩ অর্থবছরের গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) নগদ অর্থ প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার ১৭ই মে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রকল্প সভাপতিদের হাতে চেক প্রদান করা হয়।
এসময় বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সদর উপজেলা নারী ভাইস্ চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সদর আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম, ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির সহ বিভিন্ন প্রকল্পের সভাপতিরা উপস্থিত ছিলেন।