নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে ট্রেনের টিকিট বিক্রয়ে কালোবাজারি বন্ধ এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২রা এপ্রিল সকালে ডোমার বাজার রেলগেট মোড়ে ডোমারবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রুবেল ইসলাম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, ডোমার পৌর কৃষক লীগের আহ্বায়ক মো. আবু সাঈদ, ডোমার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুল হক মাসুম, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ সিথুন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, প্রতিবাদী ডোমারবাসীর সুমন আহম্মেদ, ছাত্রনেতা আজমির রহমান রিশাদ প্রমূখ। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ‘হৃদয়ে ডোমার’ এর সাধারণ সম্পাদক রাকিব আল আকাশ।
মানববন্ধনে বক্তারা বলেন, ডোমারে ট্রেনের টিকিট অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে কালোবাজারিদের হাতে যায়। আর কালোবাজারিরা চড়া দাম হাঁকিয়ে বিপাকে ফেলে সাধারণ যাত্রীদের। যা অত্যন্ত দুঃখজনক। কাউন্টারে গেলে টিকিট শেষ, এমন ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। প্রশাসনের প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী এবং অসাধু কালোবাজারিদের নির্মূল করার উদাত্ত আহ্বান রইলো। এছাড়া রেল খাতের সীমাহীন দুর্নীতি বন্ধ করে সাধারণ যাত্রীদের সুন্দর রেলভ্রমণ উপহারের দাবী জানান বক্তারা।
উল্লেখ্য, ১৮৭৮ইং সালে চালু হওয়া ডোমার রেলওয়ে স্টেশনে বর্তমানে ৫টি আন্তঃনগর ও ১টি মেইল ট্রেন প্রতিনিয়ত চলাচল করে। ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ও খুলনা গামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস এবং সীমান্ত এক্সপ্রেস ট্রেনের টিকিট বিড়ম্বনায় ভোগান্তি পোহাচ্ছে সাধারণ যাত্রীরা।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।