Tuesday, April 23, 2024
Homeদূর্ঘটনানীলফামারীতে ঢাকাগামী নাদের পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারীতে ঢাকাগামী নাদের পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে ঢাকাগামী নাদের পরিবহনের চাপায় এক মটোরসাইকেল আরোহী নিহত ও গুরুতর আহত অবস্থায় আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের গাছবাড়ীতে দু‘টি মোটরসাইকেলের সংঘর্ষ বাঁধে। এতে মটোরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে সড়কে।

এসময় ডোমার থেকে ছেড়ে আসা পরিবহনটি চাঁপা দেয় দুজন আরোহীকে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দু‘জনকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আবু তালেবের(৩৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেলে পাঠানো হয়। পথিমধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবু তালেব। এদিকে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন আবু বকর সিদ্দিক(৩৭)।

জানা যায়- নিহত আবু তালেব নীলফামারী সদরের বনবিভাগ এলাকার বাসিন্দা। আর সিদ্দিকের বাড়ী শহরের বাবু পাড়ায়।

স্থানীয়রা জানায়, রাত নয়টার দিকে নীলফামারী-ডোমার সড়কের গাছবাড়িতে দুটি মটোরসাইকেলের সংঘর্ষ বাঁধে। এসময় দু‘জনে ছিটকে রাস্তায় পড়লে নাদের পরিবহন দ্রুত ছুটে এসে চাঁপা দেয়। পরিবহনের চাকায় পিষ্ট হয়ে দুজনে গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা নাইট কোচটিকে আটক করেছি। কিন্তু ঘাতক চালক পালিয়ে গেছে। এদিকে রংপুর মেডিকেলে নেওয়ার পথে আবু তালেবের অবস্থার অবনতি হওয়ায় নেয়া হয় সৈয়দপুর ১০০শস্যা বিশিষ্ট হাসপাতালে। এসময় দায়িত্বরত চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করে।

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর র‌উপ বলেন- গাছবাড়িতে একটি দূর্ঘটনা ঘটেছে। এতে একটি যাত্রীবাহী দূরপাল্লার বাসের চাকায় পিষ্ট হয়ে দুজন আহত হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় বিক্ষুব্ধ জনতার হাতে আটক হ‌ওয়া বাসটি থানায় আনা হয়েছে। কিন্তু চালক ও হেলপার পালিয়েছে। বাসটিতে থাকা যাত্রীদের অন্য পরিবহনে তুলে দেয়া হয়েছে। আর কিছু কিছু যাত্রী ফিরে গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments