নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে তথ্য অধিকার আইন-২০০৯ইং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১২ই জুন সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করে তথ্য কমিশন। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনার (সিনিয়র সচিব) ডঃ আব্দুল মালেক।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য রাখেন- তথ্য কমিশনের পরিচালক জে আর শাহরিয়ার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম ও নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য কমিশনার ড. আব্দুল মালেক বলেন- তথ্য পাওয়া মানুষের অধিকার। তাই কাউকে তথ্য প্রদানে হয়রানি করা যাবে না। নির্দিষ্ট কিছু বিষয় ছাড়া তথ্য দিতে কোনো সমস্যা নেই। কেউ যদি এই তথ্য দিতে অপারগতা প্রকাশ কওে তাহলে আপিল করতে হবে। আপিলের মাধ্যমে সমাধান না এলে তথ্য কমিশনে অভিযোগ দিলে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা তা সমাধান করে দেব। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা এজন্য আইন করে জনগণকে তথ্য পাওয়ার স্বাধীনতা দিয়েছেন।
প্রশিক্ষণে তথ্য কমিশন গঠন, তথ্য অধিকার আইন, তথ্য প্রদান, তথ্য প্রদানকারী কর্মকর্তা, আপিল, নিষ্পত্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষনে জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দিদারুল ইসলাম, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী তৌহিদুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন সহ বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তর ও গণমাধ্যমকর্মী সহ ৬০জন অংশগ্রহণ করে।
প্রশিক্ষণ শেষে বেলা দুইটায় নীলফামারী শিল্পকলা একাডেমিতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।