শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে জামায়াত-শিবির ও সন্ত্রাসীদের হাত থেকে নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১০ই সেপ্টেম্বর সদর উপজেলার সোনারায় ইউনিয়নের উত্তর মুসরত কুখাপাড়া (কুমার পাড়া) গ্রামের ২১টি পরিবারের সদস্যরা নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের মাসুদ রানা, হায়দার আলী, চম্পা বেগম, লুৎফর রহমান ও জামায়াত-শিবিরের আক্রমনের শিকার আইয়ুব আলী সহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, জামায়াত-শিবির ও সন্ত্রাসি, অত্যাচারী, জুলুমবাজ, মিথ্যা মামলা বাজদের তান্ডবে দেড় বছর ধরে আমরা ২১টি পরিবারের সদস্যরা বাড়ী ছাড়া। নিরাপত্তার সাথে বাড়ি ফিরে শান্তিতে বসবাস করতে পারছি না। তাদের অন্যায় অত্যাচারে আমাদের ২১ পরিবারের সদস্যরা দীর্ঘদিন থেকে ঘরছাড়া। এরা আমাদের পরিবারের সদস্যদের দেখলেই দেশি ধারালো অস্ত্র দিয়ে হত্যা ও পায়ের রক কেটে দেওয়ার চেষ্টা করে। এমন কি তারা অতর্কিত আক্রমনে আমাদের এলাকার আইয়ুব আলীর পায়ের রক কেটে দেয় হয়। সে সহ ৪-৫ জন তাদের আক্রমনের শিকার। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই।
এ বিষয়ে ওই ইউনিয়নের জামায়াতের নেতা মোস্তফা কামাল বলেন, জামায়াত রক্ত সন্ত্রাসের রাজনীতি করে না। যারা এই মিথ্যা অভিযোগ করছে তারাই নিজেরাই সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি। এমন কোনো খারাপ কাজ নেই যা তারা করে না। আপনারা নিজেরাও খোঁজ নিয়ে দেখতে পারেন আমি মিথ্যা বলছি কি না। জামাত-শিবিরের অজুহাতে দিয়ে তারা আমাদেরকে ফাসাতে চায়। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমরাও এই মিথ্যা বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করবো।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।