Thursday, April 18, 2024
Homeরংপুর বিভাগনীলফামারী জেলানীলফামারীতে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ও উন্নত প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা

নীলফামারীতে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ও উন্নত প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা

নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে শিল্প-কারখানার দূষণ নিয়ন্ত্রণ,উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন এবং ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা হয়েছে।

সোমবার ৩১শে অক্টোবর সকালে নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নের অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ।

এতে সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাহারুল ইসলাম।

এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন, নীলফামারী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস.এম সফিকুল আলম ডাবলু, বিসিকের উপ-ব্যবস্থাপক হোসনে আরা খাতুন, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি দেওয়ান সেলিম আহমেদ সহ বিভিন্ন শিল্প-কারখানার প্রতিনিধি ও ইট-ভাটার মালিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা শিল্প বিল্পব ও টেকসই উন্নয়ন নিশ্চিতে পরিবেশ-প্রকৃতির সুরক্ষা এবং সব ধরনের দূষণ রোধ ও পরিবেশ আইন কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

কৃষি ও পরিবেশ বাঁচাতে উন্নত প্রযুক্তির ইটভাটা ও ইটের বিকল্প ব্লক ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় উন্নত প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সকলকে সচেতন থাকার আহবান জানান বক্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments