শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে প্রসব পরবর্তী পরিকল্পনা এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২১শ জুন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-সচিব (প্রশাসন অধিশাখা) আবু নূর মোঃ শামসুজ্জামান।
কর্মশালায় জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান, নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আবু আল হাজ্জাজ, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি প্রমুখ।
এতে প্রসব পরবর্তী পরিকল্পনা এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন বিষয়ে তুলে ধরেন ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রামের (সিসিএসডিপি) সহকারী পরিচালক ডাঃ গপিনাথ বসাদ।
কর্মশালায় প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা দায়িত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। পরিবার পরিকল্পনায় কর্তব্যরত মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে।
কাজের মাধ্যমে মৃত্যু ঝুঁকি ও নবজাতক মৃত্যু রোধ করা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ রাখতে উদ্যোগী ভূমিকা পালন করার আহবান জানান বক্তারা।
কর্মশালায় নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ গোলাম রসূল রাখি, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জগন্নাথ রায়, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শীষ রহমান, দ্যা ডেইলি ট্রাইব্যুনালের প্রতিনিধি নাসির উদ্দিন শাহ মিলন, দৈনিক আমার বার্তার প্রতিনিধি বিএম খাজা নেওয়াজ সহ পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মীরা কর্মশালায় অংশ গ্রহণ করেন।
ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম (সিসিএসডিপি) ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।##
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।