রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন
শাহীন আহমেদ, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে চাষাবাদের জন্য বর্গা প্রদানকৃত জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার খামার বামুনিয়া ঘনোপাড়া এলাকায়। এ ঘটনায় অভিযুক্তরা হলেন-ওই এলাকার মৃত নাসিম উদ্দিনের ছেলে মো. আনিছুর রহমান (৫৫), তার ভাই আমিনুর রহমান (৫৯), আনিছুরের ছেলে রাকিবুল ইসলাম বাদশা (৩৫) ও একই এলাকার তোফাইলুর রহমান দুলালের ছেলে মতিউর রহমান বুলেট (৩৭)। এঘটনায় ভুক্তভোগী মো. ছিদ্দিক আলী (৬৭) ডোমার থানায় একটি সাধারন ডায়রি করে। এ ঘটনায় পিতা আনিছুর রহমান ও ছেলে রাকিবুল ইসলাম বাদশা কে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।
জানা যায়, অভিযুক্ত দুলাল, আমিনুর ও তাদের অপর ভাই মমিনুর রহমানের পিতা দলিল মূলে ভুক্তভোগী ছিদ্দিক আলীর কাছে জমি বিক্রয় করে। দীর্ঘদিন থেকে ওই জমি ভোগ দখল ও চাষাবাদ করে আসছে ছিদ্দিক আলী। কিন্তু কয়েকবছর পূর্বে অভিযুক্ত আনিছুর ও রাকিবুল মাছ চাষের সুবিধার্থে ছিদ্দিকের উক্ত ক্রয়কৃত জমি মাছের মৌসুমে ৫হাজার টাকা ও ধানের মৌসুমে ৬ মন ধান প্রদান করার শর্তে বর্গা নেয়। কিন্তু গেল বছরের ডিসেম্বর মাসের ১৫ তারিখে শর্ত মোতাবেক টাকা ও ধান দিতে অস্বীকার করে অভিযুক্তরা। সে জন্য ভুক্তভোগী ছিদ্দিক পুনরায় তার ক্রয়কৃত জমির সীমানা চিহ্নিত করে নিজে চাষ করার প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু অভিযুক্তরা কৌশলে অন্ধকারে তাদের ও ছিদ্দিকের অংশের জমি একত্রে চাষ করতে শুরু করে।
ভুক্তভোগী ছিদ্দিক আলী বলেন,‘তারা আমার জমি দখল করার উদ্দেশ্যে রাতের আধারে আমার জমি ও তাদের জমি একত্রে চাষ করতে শুরু করে। বিষয়টি আমি টের পেয়ে তাদের বাধা প্রদান করতে যাই। বাধা দিতে গেলে তারা আমার উপর চড়াও হয়ে উঠে। আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। তারা আমার ক্রয়কৃত জমি দখলের চেষ্টা করছে।’
এ বিষয়ে অভিযুক্তদের সাথে ফোনে ও সরেজমিনে গিয়ে কথা বলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয় নি। জানতে চাইলে ডোমার থানার অফিসার ইনচার্জ মহসীন আলী জানান,‘ভুক্তভোগী ছিদ্দিক একটি সাধারণ ডায়েরি করে। সে অনুযায়ী তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যায়। ওই ঘটনায় পিতা ও ছেলেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এন.জি.আর মামলা নং-০৮/২০২৪।