নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর সদর উপজেলার লক্ষিচাপে বিএসসি শিক্ষক কর্তৃক অষ্টম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টা ও ঘটনা প্রকাশ না করার জন্য প্রধান শিক্ষকের নিষেধ করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ইউনিয়নের লক্ষ্মীচাপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে।
গত ১০ই মে মঙ্গলবার সকাল ১১টার পরে বিদ্যালয় চলাকালীন সময়ে বিএসসি শিক্ষক কমর উদ্দিন অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর শরীরে হাত দিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে এবং বুকে হাত দেয়। পরের দিন বুধবার এলাকার মহৎ প্রধানগনের মাধ্যমে জানতে পেরে নির্যাতিতা ছাত্রীর পিতা সহ এলাকাবাসী বিএসসি শিক্ষক কমর উদ্দিন এর বিচার চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল ইসলামকে জানায়। ছাত্রীর পিতা বলেন- প্রধান শিক্ষক আমার মেয়েকে এই ঘটনা না জানানোর জন্য নিষেধ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল ইসলাম জানান- বিদ্যালয় পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় ও বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করায় বিএসসি শিক্ষক কমর উদ্দিন কে ছয় মাসের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরিবারের কাছে না জানানোর জন্য নিষেধ করার বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমি নিষেধ করি নাই।
অভিযুক্ত বিএসসি শিক্ষক কমরউদ্দিন এর মোবাইল নাম্বার বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে সহকারী শিক্ষক কল্পনা রায়ের সাথে কথা বল্লে তিনি বলেন আপনারা যা শুনেছেন ঘটনাটি সত্যি।
এ বিষয়ে লক্ষ্মীচাপ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান জানান- বিষয়টি আমি শুনে ঘটনাস্থল পরিদর্শন করি। কিন্তু এই বিষয়টি সালিশ করার এখতিয়ার আমার নেই। তবে শুনেছি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছে বলে জানতে পেরেছি। জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান- বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।