বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালী, আলোচনা সভা এবং দোয়া মাহফিল পালিত হয়েছে।
আজ সোমবার সকালে নীলফামারী শাকামাছা হাট থেকে পৌর বিএনপির ব্যানারে একটি বিশাল র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে সমবেত হয়।
পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলমসহ সভাপতি মোস্তফা প্রধান হক বাচ্চু, মোক্তার হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, ছাত্রদলের জীবন, কাজল প্রমুখ।
সোমবার বিকালে বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি আখম আলমগীর সরকারের উদ্যোগে দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।