নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
কয়েকদিনের টানা ভারীবষর্নের ফলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ৯টি ইউনিয়নের গ্রামীণ সড়কগুলো ভেঙ্গে গিয়ে ভারী যানচলাচল বন্ধ হয়ে পড়েছে।
ফলে চরম দুভোর্গের স্বীকার হচ্ছেন উপজেলার হাজার হাজার মানুষ ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী। মুশরুত পানিয়াল পুকুর থেকে নিতাই ইউনিয়ন পরিষদ যাওয়ার পাঁকা সড়কটির বেশ কিছু জায়গায় বড় ধরনের ভাঙ্গনের ফলে সড়কটি দিয়ে চলাচলে হাজার হাজার মানুষকে দুভোর্গ পোহাতে হচ্ছে।
নিতাই ইউনিয়নের চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু মিয়া জানান- গত তিনদিন ধরে টানাবৃষ্টিপাতের ফলে নিতাই ইউনিয়নের নিতাই গাংবের সরকারী প্রাথমিক বিদ্যালয় যাওয়ার একমাত্র কাঁচা সড়কটি ধসে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান সুজাউদ্দোলা লিপটন জানান- কিশোরগঞ্জ উপজেলা থেকে বাহাগিলি ইউনিয়ন পরিষদ যাওয়ার একমাত্র সড়কটি দীর্ঘদিন থেকে সংস্কার না করার ফলে এমনিতেই চলাচলের অনুপোযোগী। তাঁর উপর গত দু থেকে তিনদিন যাবৎ ভারী বৃষ্টিপাত হওয়ায় সড়কটির শতাধিক স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।
বিকল্প কোন সড়ক না থাকায় এলাকাবাসী ওই সড়কটি দিয়ে চলাচলে চরম দুভোর্গের স্বীকার হচ্ছেন।
রণচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমান বলেন- আমার ইউনিয়নের মধ্যে রণচন্ডি বাবুপাড়া রণচন্ডি বসুনিয়াপাড়া সহ বেশ কয়েকটি এলাকার কাঁচা সড়কগুলোর অবস্থা দীর্ঘদিন থেকে বেহাল তাঁর উপর কয়েকদিন থেকে ভারী বৃষ্টিপাতের কারনে ওই সকল এলাকার মানুষজন অনেক কষ্টে রয়েছে।
সড়কে হাঁটু পরিমান কাঁদা পানি জমে থাকায় চলাচলে এলাকার মানুষের খুব কষ্ট হচ্ছে। দীর্ঘদিন থেকে সড়কগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষকে বার বার অবহিত করলেও কোন কাজ হচ্ছেনা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আবুল হাসনাত সরকার বলেন- কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারনে বেশ কিছু সড়ক ভেঙ্গে গিয়ে চলাচলে বিঘ্নতা হচ্ছে। যেখানে যেখানে বেশি ভাঙ্গন দেখা দিয়েছে সেগুলো জররুী ভিত্তিতে মেরামত করা হচ্ছে বাকিগুলো বর্ষার পরে মেরামত করা হবে।
উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসানের সাথে কথা বললে তিনি বলেন- এলজিইডির যে সমস্ত সড়ক ভেঙ্গে গেছে সেগুলোর তালিকা করে খুব দ্রুত সময়ের মাঝে সংস্কার করা হবে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।